Sunday, March 27, 2016
পেয়ারা পাতা রুখবে চুল পড়া
আপেলের সমান উপকারী পেয়ারাটি শুধু যে স্বাস্থ্যই ঠিক রাখে তা নয়, চুল পড়া রুখতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার রস করে চুলে লাগালে চুল পড়া তো কমবেই এবং চুল ঝকঝকে ও মসৃণ হবে।
বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতা ভিটামিন ‘বি’ এবং মিনারেলে ভরপুর। ভিটামিন ‘বি’ চুলকে স্বাস্থ্যকর বানায়। আর এতে থাকা ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামত করে চুলকে মসৃণ করে তোলে। তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলের গোড়ায় না দেয়াই ভালো। অনেক পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে এক লিটার পানিতে ফুটিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট সেই পানি ফুটতে দিন। এতে পেয়ারা পাতার সব গুণাগুণ পানিতে চলে আসবে। পরে ঠাণ্ডা করে পানি ছেঁকে একটা শিশিতে ভরে রাখতে পারেন। রোজ স্নানের কিছু আগে চুলের গোড়া এবং পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। কয়েক মাসের মধ্যে নিজেই পার্থক্য বুঝবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment