Sunday, March 20, 2016

ব্রণের কালো দাগ দূর করবেন যেভাবে

নারী-পুরুষ সবাইকেই কমবেশি ব্রণের সমস্যায় পড়তে হয়। সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয়।
তবে সবচেয়ে বড় সমস্যা হয় তখন, যখন ব্রণ চলে গেলেও এর দাগ থেকে যায়। সুন্দর মুখখানি দেখতে তখন কুশ্রী হয়ে যায়। যা হোক প্রাকৃতিক উপায়ে এ দাগ দূর করা যায় সহজেই। টাইমস অব ইন্ডিয়া থেকে তেমন কিছু ঘরোয়া উপায় দেওয়া হলো—
-লেবুর রস প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। কাজেই ব্রণের দাগ দূর করতে প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন। তবে বাইরের সূর্যের আলো থেকে এসেই এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
-দাগ দূর করার অপর একটি কার্যকরী উপাদান হচ্ছে মধু। কাজেই প্রতি রাতে এটি মুখে লাগান এবং সকালে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি ত্বকে ক্ষত থাকে তবে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ, নয়তো এটি ত্বকে জ্বালার সৃষ্টি করবে।
-অ্যালোভেরা জেল শুধু ক্ষত আরোগ্য লাভে ব্যবহার করা হয় না, এটি ক্ষত হয়ে যাওয়া টিস্যুর দ্রুত পুনর্নির্মাণেও সাহায্য করে। এটি প্রতিদিন দু’বার ব্যবহার করুন এবং হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment