Wednesday, December 9, 2015

ইসলামী শরিয়াহ মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতে পারবে,উনাদের পরিচয়!

ইসলামী শরিয়াহ মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতে পারবে।
মায়ের মত ৫ জন...
১| নিজের মা ২| দুধ মা ৩| খালা ৪| ফুফু ৫| শাশুড়ী
বোনের মত ৫ জন...
১| আপন বোন ২| দুধ বোন ৩| দাদী ৪| নানী ৫| নাতনী
মেয়ের মত ৪ জন...
১| নিজের মেয়ে ২| ভাইয়ের মেয়ে ৩|বোনের মেয়ে ৪| পুত্রবধু


এমনিভাবে একজন মহিলার জন্যেও ১৪ জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ।
বাবার মত ৫ জন 
১| নিজের বাবা ২| দুধ বাবা ৩| চাচা ৪| মামা ৫| শশুর
ভাইয়ের মত ৫ জন
১| আপন ভাই ২| দুধ ভাই ৩| দাদা ভাই ৪| নানা ভাই ৫| নাতী
ছেলের মত ৪জন
১| নিজের ছেলে ২| ভাইয়ের ছেলে ৩|বোনের ছেলে ৪| মেয়ের জামাতা
এছাড়া বাকিদের সাথে দেখা করা তো দুরের কথা, কথা বলাও কবিরা গুনাহ...চাই তা সরাসরি হোক বা মোবাইল ফোনে হোক। যে গুনাহ তওবা ছাড়া মাফ হয়না। তাই আসুন আমরা সকলে এই গুনাহ থেকে বাচার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। (আমিন)

No comments:

Post a Comment