Wednesday, December 9, 2015

আকিকার বিধিবিধান

সন্তানের আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তাই এ নিয়ে অবহেলা করা ঠিক নয়। রাসূলুল্লাহ (সা.) যেভাবে তা সম্পাদন করেছেন, করতে বলেছেন, আমাদেরও সেভাবে তা করতে হবে।

ইসলামের পরিভাষায় সন্তান জন্মগ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে পশু জবাই করা হয়, তাকে আকিকা বলা হয়। অধিকাংশ আলেমের মতে, সন্তানের আকিকা করা সুন্নতে মুআক্কাদাহ। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার সন্তানের আকিকা করতে চায়, সে যেন তা পালন করে।’ (আবু দাউদ)। রাসূলুল্লাহ (সা.) আরও বলেন, ‘প্রতিটি সন্তানই আকিকার বিনিময়ে আটক থাকে।’ (আহমাদ, তিরমিজি)। আকিকার বিনিময়ে সন্তান আটক থাকার ব্যাপারে আলেমদের কয়েক ধরনের বক্তব্য রয়েছে। এ ব্যাপারে ইমাম আহমাদ বিন হাম্বলের কথাটি সবচেয়ে সুন্দর ও বিশুদ্ধ। তিনি বলেন, কথাটি শাফায়াতের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ, আকিকা দেয়া হয়নি এমন শিশু সন্তান যদি মারা যায়, কেয়ামতের দিন পিতা-মাতা সে শিশুর শাফায়াত থেকে বঞ্চিত হবে। আর হাদিসে একথা প্রমাণিত। মুসলমানদের যেসব শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করবে, তারা তাদের মুসলিম পিতা-মাতার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।

কখন আকিকা : আকিকার উত্তম সময় হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিবস। সপ্তম দিনে আকিকা দিতে না পারলে ১৪তম দিনে, তা করতে না পারলে ২১তম দিনে আকিকা দেবেন। সপ্তম দিনে আকিকা করার সঙ্গে সঙ্গে সন্তানের সুন্দর নাম রাখা, মাথার চুল কামানো এবং চুলের সমপরিমাণ ওজনের রৌপ্য সদকা করাও মুস্তাহাব। (তিরমিজি)।

বিনা কারণে আকিকায় বিলম্ব করা সুন্নতের পরিপন্থী। দারিদ্র্য বা অন্য কোনো কারণে যদি উল্লিখিত সময়ের মধ্যে আকিকা না করে, তবে সন্তান ছোট থাকা অবস্থায় যখনই অভাব দূর হবে, তখনই আকিকা করা যাবে। অভাবের কারণে যদি কোনো লোক তার শিশু ছেলেমেয়েদের আকিকা করতে না পারে, তাহলে সন্তান বড় হওয়ার পর যদি তার আর্থিক অবস্থা ভালো হয়, তখন আকিকা করলেও সুন্নত আদায় হয়ে যাবে এবং পিতা-মাতা সওয়াব পাবে, ইনশাআল্লাহ। এমনকি কারও পিতা-মাতা যদি আকিকা না করে, সে ব্যক্তি বড় হয়ে নিজের আকিকা নিজে করলেও সুন্নত আদায় হয়ে যাবে। আনাস (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) নবুওয়ত পাওয়ার পর নিজের আকিকা নিজে করেছেন।’ (বায়হাকি)।

আকিকার ক্ষেত্রে সুন্নত হলো, ছেলে সন্তান হলে দুটি দুম্বা বা ছাগল আর মেয়ে সন্তান হলে একটি দুম্বা বা ছাগল দিয়ে আকিকা করা। কেননা রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘ছেলে সন্তানের পক্ষ থেকে দুটি সমবয়সের ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকিকা দিতে হবে।’ (তিরমিজি)।

আকিকার পশু কেমন হবে : যে ধরনের ও বয়সের ছাগল বা দুম্বা কোরবানির ক্ষেত্রে বৈধ, তা দিয়ে আকিকা করতে হবে। অর্থাৎ কোরবানির পশুর যেসব দোষ-ত্রুটি থেকে মুক্ত হওয়া শর্ত, আকিকার ছাগল-খাসি বা দুম্বাও সেসব দোষ-ত্রুটি থেকে মুক্ত হতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে যদি ছেলে সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল দিয়ে আকিকা দিতে না পারে, তবে একটি দিয়ে আকিকা দিলেও চলবে। কেননা রাসূল (সা.) থেকে ছেলে সন্তানের পক্ষ থেকে একটি করে দুম্বা দিয়ে আকিকা করার কথাও প্রমাণিত আছে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) হাসান এবং হোসাইনের পক্ষ থেকে একটি করে দুম্বা আকিকা করেছেন। (আবু দাউদ)। তবে সামর্থ্যবান ব্যক্তির পক্ষে একটি ছাগল দিয়ে ছেলে সন্তানের আকিকা করা উচিত নয়। মোট কথা, ছেলে সন্তানের আকিকার জন্য দুটি ছাগল বা দুম্বা হওয়া জরুরি নয়; বরং মুস্তাহাব।

আকিকার গোশত : আকিকার গোশত কোরবানির গোশতের মতোই। তা নিজে খাবে, আত্মীয়-স্বজনকে খাওয়াবে এবং গরিব-মিসকিনকে সদকা করবে। কোরবানির গোশত যেমন তিন ভাগ করে একভাগ নিজে খাওয়া, একভাগ সদকা করা এবং এক ভাগ আত্মীয়-স্বজনকে হাদিয়া হিসেবে দান করা জরুরি নয়, ঠিক তেমনি আকিকার গোশতও ওই নিয়মে তিন ভাগ করা জরুরি নয়। আকিকার গোশত যদি সম্পূর্ণটাই রান্না করে এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব এবং অন্য মুসলমানদের দাওয়াত দিয়ে খাওয়ায়, তাতেও যথেষ্ট হবে। কিন্তু এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো ক্রমেই যাতে হাদিয়া বা উপহারের আশায় শুধু ধনী ও সম্মানী লোকদের দাওয়াত দিয়ে দরিদ্র ও অভাবী ব্যক্তিদের প্রত্যাখ্যান না করা হয়। যা আমাদের দেশে অনেক সমাজেই বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে হয়ে থাকে। 

ইসলামী শরিয়াহ মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতে পারবে,উনাদের পরিচয়!

ইসলামী শরিয়াহ মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতে পারবে।
মায়ের মত ৫ জন...
১| নিজের মা ২| দুধ মা ৩| খালা ৪| ফুফু ৫| শাশুড়ী
বোনের মত ৫ জন...
১| আপন বোন ২| দুধ বোন ৩| দাদী ৪| নানী ৫| নাতনী
মেয়ের মত ৪ জন...
১| নিজের মেয়ে ২| ভাইয়ের মেয়ে ৩|বোনের মেয়ে ৪| পুত্রবধু


এমনিভাবে একজন মহিলার জন্যেও ১৪ জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ।
বাবার মত ৫ জন 
১| নিজের বাবা ২| দুধ বাবা ৩| চাচা ৪| মামা ৫| শশুর
ভাইয়ের মত ৫ জন
১| আপন ভাই ২| দুধ ভাই ৩| দাদা ভাই ৪| নানা ভাই ৫| নাতী
ছেলের মত ৪জন
১| নিজের ছেলে ২| ভাইয়ের ছেলে ৩|বোনের ছেলে ৪| মেয়ের জামাতা
এছাড়া বাকিদের সাথে দেখা করা তো দুরের কথা, কথা বলাও কবিরা গুনাহ...চাই তা সরাসরি হোক বা মোবাইল ফোনে হোক। যে গুনাহ তওবা ছাড়া মাফ হয়না। তাই আসুন আমরা সকলে এই গুনাহ থেকে বাচার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। (আমিন)

Saturday, December 5, 2015

Muslim (islamic) Baby Names


Sunday, March 22, 2015

মুসলিম নামের অর্থ।

ফেইসবুক পেজের মেসেজে যারা নামের অর্থ চেয়েছেন। প্রথমত কিছু নামের অর্থ এই পোস্ট এ দেয়া হলঃ
যথাযথ ভাবে সব নামের অর্থই এখানে দেয়া হবে। 

আমাদের নামের সাইট ইসলামিক নাম বা অর্থ জানতে চলে আসুন , এখানে ক্লিক করুন www.islamnames.info
যারা অর্থ পাননি তারা দয়াকরে ফেইসবুক পেজের শুধু মেসেজ অপশনে গিয়ে নামের জন্য লিখতে পারেন।
১।  শরিফ =আন্তরিক।
২।  আফরিন সুলতানা=ভাগ্যবান বাদশা।
৩।  ফায়ছাল=মধস্থ।
৪।  সোনিয়া সুলতানা=উজ্জ্বল (বাদশা)।
৫।  আরিফ=অধিক দৃষ্টি সম্পন্ন ব্যাক্তি।
৬।  শফিক= ভদ্র।
৭।  রিতা=আবরণ।
৮।  ফারহানা=বিজয়ী।
৯।  মাহের=সাহসী।
১০। জাহিদ=কঠোর পরিশ্রমী।
১১। মুনতাছিরুল ইসলাম=বিজয়ী।
১২। তাকিয়া=পূন্য।
১৩। শামিমা=মিস্টি হাসি।
১৪। নাদিয়া পারভিন=আহবানকারী জন।
১৫। দোলা=শারীরিক ভংগিমা।
১৬। সালাউদ্দীন=ইসলাম বিশ্বাস(হেদায়াত)
১৭। শাফিন=তিনী,যারা জাদুকরী।
১৮। রিদিতা=নিরসন।
১৯। রবিউল= পবিত্র মাসের নাম।
২০। রাফা=সুন্দর।
২১। সাইমা সুলতানা=উপবাসী রাজা।
২২। সুলতান রাজিয়া=আশা পূর্ন রাজা।
২৩। ফাতেমা আক্তার=হুজুর সাঃ এরমেয়ে
২৪। জাবেদ=১টি বাধ্যবাধকতা নাম।
২৫। আরিশা=ছোট।
২৬। সুয়েব=একজন নবী।
২৭। মিম্মান=রাজ মিস্ত্রী।
২৮। রিদুওয়ান=রোজাদাদের জান্নাতের দরজা।
২৮। সিরাজুল ইসঃ=উজ্জল।
২৯। সাদিক গাফতান=সত্যবাদি
৩০। অভির=শক্তিশালী।
৩১। রিফাত=উচ্চ পদে।
৩২। নাহিদ=তারকা।
৩৩। মিম=পবিত্র অক্ষর।
৩৪। আহসান হাবীব=উত্তম বন্ধু।
৩৫। নামতীর=পরিস্কার।
৩৬। তাবাসসুম=হাসি।
৩৭। জাকির=জিকির কারী।
৩৮। সফিউল=ইসলামের তলোয়ার।
৩৯। আশিক=প্রেমিক।
৪০। শরিফা ইয়াসমিন=ধার্মিক (ফুল)
৪১। অন্তর =মন,প্রাণ,দিল,আত্না।
৪২। গোলাম কিবরিয়া=(খিদমতকারি) ঐশরিক মহিমা জাকজমক।
৪৩। শিমুল= এক ধরনের ফুল।
প্রতি তিন দিন পর পর এই ব্লগে নামের অর্থ এর পোস্ট করা হবে আশা করি সবাই সাথেই থাকবেন।
ধন্যবাদ!   আমাদের  ফেইছবুক পেইজ

Sunday, March 8, 2015

10 Ideas For Making Money From Home


There are many ways to make money
from home but unfortunately a lot of
them still require you to leave the
house for various things. Don’t worry
though, I’ve found 15 ways you can
make money without needing to leave
the house at all.

1. Freelance writing
It can take a while to build up regular
work. If you can write good articles,
or articles for a specific niche, do it
and send them into the relevant
magazines, e-zines, newspapers,
corporate publications and
newsletters. Contact the publication
or business first to see if they are
open to the idea but most will not
commit without an actual article or
two.

2. YouTube
There are quite a few people now
making money through YouTube. You
do so by posting videos about
popular topics, promoting them
through social media and then
applying for the YouTube partner
program. Through this program you
earn money on the ads that pop up
on the videos. Some people also
earn money by presenting reviews for
products in a video format on
YouTube instead of a more common
written review.

3. Website/blog design
If you have a good understanding of
HTML and design or you learn
quickly, you could design blog
templates, backgrounds, headers and
buttons. They are relatively easy to
develop and install once you know
how. There are many tutorials you
can look up to teach yourself and
you could offer cheap rates to get
your portfolio started. Since blogging
is becoming much more popular
there is a constant demand for this
sort of work.

4. Drop shipping
This is already a reasonably popular
money making strategy, on eBay in
particular. Basically, you (the retailer)
do not keep stock on hand. You take
the orders then send them to your
supplier/the warehouse/manufacturer
and they send the package from their
end. So all you are doing is
processing orders and you make the
money off the products you are
selling. If set up well this should not
require a lot of work but can earn a
fair bit.

5. Family Day Care
This takes time and money to
establish and there are regulations
as to how many children you can
have in your care and how your
home is set up so it is classified
safe for children. You will need to
check the requirements and
regulations that apply to where you
live. Currently (in Australia) you can
start without qualifications but the
regulations are changing and in the
near future you will need to study for
a certificate in childcare.

6. Ironing
One great thing about earning money
ironing – it’s easy to work in front of
the TV at night or when the kids are
having a nap. You will need a good
iron, ironing board, some hangers
and spray starch. Arrange for clients
to drop their ironing off and pick it
up at agreed times. Advertise on
Facebook, email friends and family,
or put a sign up at your local shops.

7. Clothing mending
If you can sew you can do mending
from your home. Clients come to you
with their mending and pick it up
once it’s done. You don’t need much
to set up if you already have a
sewing machine.

8. Boarders
Taking in a boarder or exchange
student is one way to make money
from home. I have a few tips on my
blog to consider when looking into it.
It is often not as easy as just putting
the first person who comes along
into the room but depending where
you live it can be well worth it.

9. Enter competitions
There are competitions you can enter
everywhere – on blogs, Facebook,
Twitter, magazine sites, even
competition clubs. Competitions
which ask you to write in 25 words
or less why you xyz often have less
entrants than others so they can be
the most rewarding. There are whole
groups and pages on various social
networking sites dedicated to sharing
current competitions. All you have to
do is sign up and enter.

10. Submit tips to magazines
Magazines such as Take 5 and
That’s Life offer cash for hints, tips,
photo’s and articles about your life.
Whilst it is not a regular income and
there is no guarantee of money at all,
it can be a great way to earn bonus
cash.

Wednesday, January 21, 2015

Need Business ideas? Here Are Top 10 Popular idea

1. ACCOUNTANT

Experience, training or licensing may
be needed
Create a flier outlining your services.
Before you do that, you need to know
what those services will be. Do you
want to simply do bookkeeping for a
small business? A more involved
level of accounting would be do
actually work up balance sheets,
income statements, and other
financial reports on a monthly,
quarterly, and/or annual basis,
depending on the needs of the
business. Other specializations can
include tax accounting, a huge area
of potential work. Many business
owners don't mind keeping their own
day-to-day bookkeeping records but
would rather get professional help
with their taxes.

2. BICYCLE REPAIR

In many parts of the country, this
business tends to be seasonal, but
you can find ways around that. Rent
a storage unit and offer to store
people's bicycles over the winter
after you do a tune-up and any
needed repairs on them. If you want
to cater to the Lance Armstrong
wannabes, you can have business all
year round. These road race riders
are training through snow, sleet and
dark of night. Some of them work on
their own bicycles, but many of them
don't, so you can get their business
all year. And if you keep Saturday
shop hours, you can be sure you will
have a group of enthusiasts coming
by to talk all things cycling.

3. BOAT CLEANING

Experience, training or licensing may
be needed
Boats that are hauled out of the
water for the winter or even just for
mid-season repairs will need the hull
cleaned. And depending on the type
of boat, it is a good time to give a
major cleaning everything else too--
the decks, the sleeping quarters, the
head, and the holds. Start by
approaching homes that have a boat
sitting in the you.

4. BUSINESS PLAN SERVICE

Has expansion possibilities
Offer a soup-to-nuts business plan,
including market research, the
business plan narrative and the
financial statements. Plan your fee
around the main one that the client
will want and offer the others as add-
on services. You can give clients an
electronic file and allow them to take
it from there, or you can keep the
business plan on file and offer the
service of tweaking it whenever
necessary. Have business plan
samples to show clients--and make
sure to include your own!
5. CHIMNEY SWEEP
Learning to be a chimney sweep may
mean nothing more than apprenticing
with someone already in the
business. By becoming a chimney
expert, you can combine a chimney
sweep business with a chimney
inspection service--covering more
than just whether or not the chimney
needs cleaning but whether the
chimney is in good working order or
in need of repair.

6. CLEANING SERVICE

There are many directions you can
take this business. If you want to
work during hours when no one else
does, you can focus on office clients.
You can focus on retail businesses
and keep your customers clumped
into one or two blocks. Restaurants
are in great need of daily thorough
cleaning and can be a great source
of steady clients. Perhaps you would
be more interested in house
cleaning. Many times with cleaning
services you don't have to spend lots
of money on advertising or marketing
because your customers will come
by word of mouth.

7. COMPUTER REPAIR

Experience, training or licensing may
be needed
Study the main types of software that
system users will want--word
processing, photo manipulation
software, mail merge, spreadsheet,
design and especially security
software. Investigate all the
components--monitor types in all
their varieties; keyboards, from wired
to ergonomic to wireless; mouse
types; as well as peripheral
components like printers and
scanners. Become completely
familiar with all the ISPs (internet
service providers) available in the
market area you plan to cover.
Establish yourself as the guru who
can meet the needs of the personal
computer user, the small business or
a larger corporation.

8. CONSULTANT

Has expansion possibilities
To be a consultant, you need to have
an expertise in something so you can
market yourself as an advisor to
others looking to work in that area.
Perhaps you managed several large
warehouses in your career with a
drugstore company, you did all the
marketing for many years for a large
shoe manufacturer or you set up a
chain of beauty supply shops or
take-out restaurants. You can use
this experience to help others do
similar things without making the
same mistakes that you made along
the way.

9. DOG BREEDER

Experience, training, or licensing may
be needed
Pets are phenomenally popular in the
U.S. While many people are willing to
adopt from animal shelters, others
are looking for a specific breed.
Purebred dogs are more popular than
ever and can command large sums of
money. But becoming a dog breeder
is serious business catering to savvy
consumers with high expectations of
their pet purchases. You will need to
establish yourself as a conscientious
breeder who cares about the health
and welfare of the animals you bring
into the world.

10. EBAY ASSISTANT

Do you have items lurking around
your household that you could sell
on eBay? Figure out your asking
price and decide whether to auction
it or put it in your eBay store. Then
decide if you want a minimum bid
and how long you want the auction to
last. You will want to establish a
PayPal account to use for
transactions. The eBay website
provides all the information you need
to know to get up and running with
an eBay business.